স্বাস্থ্য বিধি মেনে বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী জেলার সকল মসজিদে ঈদ-উল-ফিতর এর নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ সকাল ৯ টায় নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এছাড়া বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও নামাজে অংশ নেয়।
এবছরও করোনা মহামারীর কারণে নরসিংদীর কোনো ঈদগাঁহ্ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা কালেক্টরেট জামে মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার মসজিদে।