দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে নরসিংদীতে বিএমএসএফ’র মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায়
বৃহস্পতিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নিলু’র সভাপতিত্বে নরসিংদী জেলা শাখার বিএমএসএফ এর উপদেষ্টা এবিএম আজরাফ টিপু,প্রথম আলোর জেলা প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ, বিএমএসএফ নরসিংদী জেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ সভাপতি সাখাওয়াত হোসেন বাবু ,শরীফ ইকবাল রাসেল, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন, বাঁধন, আব্দুর রাকিব, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,বিএমএসএফ মাধবদী থানা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন সোহান সহ জেলা/উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় নরসিংদী প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত এ কর্মসূচীতে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে আটকে রেখে হেনস্থাকারীদের দ্রুত আইনে আওতায় আনার দাবি জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দেয়ায় আহ্বান জানান বক্তারা।