1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বেলাবতে হত্যায় জড়িত ৪ আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৯৭ পাঠক

নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের আব্দুল্লানগর গ্রামের চাঞ্চল্যকর আবু তাহের ওরফে তাহু (৫০) হত্যার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২০ মে) ভোরে উপজেলার নারায়ণপুর গ্রাম ও ধুকুন্দি গ্রামে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার নারায়ণপুর গ্রামের শহীদ মিয়ার স্ত্রী মাজেদা আক্তার, মাজেদার স্বামী শহীদ মিয়া, তার ভাই রাশেদ মিয়া ও উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে সুমন মিয়া।

জানা গেছে, উপজেলার আমলাব ইউনিয়নের আব্দুল্লানগর গ্রামের মৃত রেকমত আলীর ছেলে আবু তাহের ওরফে তাহু কাঁচামাল ও কয়লার ব্যবসা করতেন। গত বছরের ২২ অক্টোবর সকালে বাড়ি থেকে ব্যবসার কাজে বের হয়ে নিখোঁজ হয় আবু তাহের। নিখোঁজের ৩ দিন পর ২৫ অক্টোবর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের কাটাঘাট গ্রামের নিকটবর্তী আড়িয়াল খাঁ নদে আবু তাহেরের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় তাহের মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশী তদন্তেরর পর মামলাটি ডিবিতে স্থানান্তরিত হয়। ডিবি তদন্ত শেষে দীর্ঘ ৭ মাস পর তাহের হত্যার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নিহত আবু তাহেরের ছেলে আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন পর হলেও আমার বাবার হত্যার সাথে জড়িত এমন ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আমার মনে হয় এ হত্যায় আরো লোক জড়িত। জড়িত সকলকে গ্রেপ্তার করার দাবি করছি।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ পরিদর্শক মোহাম্মদ নুরে আলম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যার সাথে জড়িত থাকতে পারে বলে প্রমাণিত হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় আদালতেস্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD