বৃষ্টি বেশ ক’বার ম্যাচে বাধা হয়ে এসেছে। তবে ব্যাটে বলে দুর্দান্ত বাংলাদেশের জয়ের পথে তা বাগড়া দিতে পারেনি। প্রথম ওয়ানডের পর দ্বিতীয়টিতেও শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আর সেই সুবাদে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেও গেছে তামিম ইকবালের দল।
মঙ্গলবার বৃষ্টি বিঘ্নিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১০৩ রানে (ডি/এল) হারায় বাংলাদেশ। তাতে সুপার লিগে ৮ ম্যাচে ৫ জয়ে টাইগারদের পয়েন্ট হলো ৫০।
এই ম্যাচের আগে ৪০ পয়েন্ট নিয়ে চারে ছিল বাংলাদেশ। এক লাফে তারা উঠে এলে এক নম্বরে। ৪০ পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে যথাক্রমে ইংল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ ৩০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে পাঁচ, ছয় এবং সাতে রয়েছে। বিরাট কোহলির ভারত ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে আট নম্বরে।
নয় এবং দশ নম্বরে থাকা জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের পয়েন্ট দশ করে। ৯ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। তারা রয়েছে ১১ নম্বরে। পাঁচ ম্যাচের সব কটিতে হেরে শ্রীলঙ্কা আছে ১২ নম্বরে। তাদের পয়েন্ট -২। নেদারল্যান্ডসের এখনো পয়েন্ট শূন্য।