নরসিংদীতে একদিনে নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ২২০ জনে।
সিভিল সার্জন মো: নুরুল ইসলাম জানান, গত একদিনে ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) এর পরীক্ষায় ৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ জন, পলাশে ২ জন, মনোহরদীতে ২জন, বেলাবতে ২ জন ও শিবপুরে ১জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৬৪৬ জন, শিবপুরে ৩৫৫জন, পলাশে ৫৭২ জন, মনোহরদীতে ২৩৭ জন, বেলাবোতে ১৯২ জন, রায়পুরাতে ২১৮ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৬ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ২ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৯৬ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ০৫, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।