নরসিংদীর বেলাবতে দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল হালিম (৩০) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ মে) উপজেলার পাটুলী ইউনিয়নের পশ্চিম পোড়াদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই গ্রামের মৃত আঃ গফুর মিয়ার বখাটে ছেলে আব্দুল হালিম এলাকার রোজিনা আক্তার ও আকলিমা আক্তার নামে দুই নারীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। বুধবার হালিম ওই দুই নারীকে জোরপূর্বক শ্লীলতাহানি করে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন। এসময় অভিযোগের সত্যতা যাচাই করে প্রমানিত হওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক আব্দুল হালিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি। পরে আব্দুল হালিমকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভ্র্যাম্যমান আদালতের বিচারক মোঃ বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই নারীর অভিযোগের প্রেক্ষিতে শ্লীলতাহানির ঘটনার সত্যতা পাওয়ায় ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে আব্দুল হালিম নামে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।