সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকী দিয়েছে মোহাম্মদ আলী নামের এক প্রতারক সমাজসেবক। সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় মসজিদ কমিটিতে সেক্রেটারি না হতে পেরে ওই জামে মসজিদে দান করা ৪টি মাইক ফেরত নেওয়ার ঘটনায় গত (২৫ মে) মঙ্গলবার বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এই প্রকাশিত সংবাদের জেরে রূপগঞ্জ প্রেসকাবের কার্যকরী সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল আজকের রূপগঞ্জ এর স্টাফ রিপোর্টার নাজমুল হুদাকে (২৫ মে) মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ বাড়ির পাশের রাস্তায় একা পেয়ে মারধরের চেষ্টা করে।
পরে লোকজন চলে আসায় যে কোন সময় সুযোগ পেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয় মসজিদে দান করা মাইক ফেরত নেয়া সেই মোহাম্মদ আলী ভূঁইয়া (৫৫) তার ছেলে কামরুল হাসান বাবু (২৫) ও তার ভাতিজা ইকবাল হোসেন ভূঁইয়া (৩৬)। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক নাজমুল হুদা।