1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীর নওপাড়ায় বেহাল সড়কের নির্মাণ কাজ শুরু

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৩২ পাঠক

নরসিংদী জেলার শিল্পাঞ্চল মাধবদীতে মহাসড়ক থেকে নওপাড়া পর্যন্ত খানাখন্দে বেহাল সড়কে দীর্ঘদিন দুর্ভোগের পর নতুন সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার (২৬ মে) সকালে নির্মাণ কাজ শুরু করা হয়। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল বলেন, দীর্ঘদিন ধরে মাধবদীর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে নওপাড়া পর্যন্ত সড়কটি খানাখন্দে বেহাল দশায় পরিনত হয়। এই সড়কে দীর্ঘদিন দুর্ভোগের পর নতুন সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। গুরুত্বপূর্ন এই সড়কটির উন্নয়ন গ্রামবাসীর বহুদিনের দাবী ছিল। আশা করি সড়কটির কাজ সম্পন্ন হলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে।

নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন জানান, এলজিআরডি মন্ত্রণালয়ের বি.আর.আর.বি. প্রকল্পের আওতায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের সামনে থেকে নওপাড়া ফিরুর বাড়ি পর্যন্ত ৬৮০ মিটার রাস্তার আরসিসি ঢালাই ও ইউনিব্লকের সড়ক নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে। ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে আগামী জুন মাসের মধ্যে সড়কটি নির্মিত হওয়ার কথা রয়েছে। ১৮৭ মিটার আরসিসি ঢালাই ও ৪৯৩ মিটার ইউনিব্লকে নির্মিত হবে দৃষ্টিনন্দন এই সড়কটি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD