নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নতুন পরিচালনা পরিষদের পরিচিতি সভা ও প্রয়াত সকল সদস্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মে) বিকেলে সৃষ্টিগড় বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন আর পি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, চট্রগ্রাম ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন ভূঁইয়া।
সভায় সভাপতিত্ব করেন সৃষ্টিগড় বাজার ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড এর পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শফি উদ্দিন আহম্মদ।
সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি। এসময় বক্তব্য রাখেন যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ, আজহার ট্রেডিং এর ম্যানেজার মোঃ ইকবাল হোসেন, জেলা পরিষদের সদস্য মোঃ নাজিউর রহমান নাজির, যোশর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিঃ সাধারন সম্পাদক মোঃ আব্দুল কাদির শামীম ও মোঃ কফিল উদ্দিন ভূইয়া প্রমুখ।