গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, বঙ্গবন্ধু খেলা প্রেমী ছিলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খেলা প্রেমী। শিশুদের প্রতিভার বিকাশে খেলার কোন বিকল্প নেই।’
শনিবার (২৮ মে) সকালে বেলাব সরকারি পাইলট মর্ডাণ হাই স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন শিশুদের মানসিক বিকাশে বেলাবতে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন, এই সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জমান জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, বেলাব থানার ওসি মোঃ শাফায়েত হোসেন পলাশ, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরজ্জামান খাঁন, বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন খান মোমেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য এডভোকেট মোঃ শহিদুল্লাহ , নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম, বেলাব সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, বিন্নাবাইদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তুফা গোলাপ, পাটুলী ইউনিয়ন চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান,সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সপ্বন, বেলাব প্রেস ক্লাবের সভাপতি শেখ আঃ জলিল প্রমুখ।