1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা মেধাশূন্য হয়ে যাবে- রোটারিয়ান বশিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৭০ পাঠক

শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ শিক্ষা কার্যক্রম কোভিড-১৯ এর কারণে ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা বিপথগামীও হচ্ছে। এভাবে আরো দীর্ঘদিন বন্ধ থাকলে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা মেধা শূন্য হয়ে যাবে। প্রয়োজনে স্বাস্থ্যবিধি বজায় মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে শ্রেণিকক্ষ সাজিয়ে নিতে হবে। শনিবার (২৯ মে) মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে শিবপুর উপজেলার কামারটেক এলাকায় আধুনিক কারিগরি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত ‘তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’র শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোবল বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে আয়োজিত পরামর্শ সভায় একাডেমির প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশিরুল ইসলাম বশির তাঁর স্বাগত বক্তব্যে এসব কথা বলেন।
একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে একাডেমি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে আয়োজিত অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাৎ হোসেন মাস্টার, জয়নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক , নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ খোরশেদ আলম, মুফতি সামসুল আলম,ওসমান গনি, হাবিবুর রহমান, শাওন মিয়া প্রমুখ।
প্রতিষ্ঠাতা বশিরুল ইসলাম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কোভিড-১৯ এর কারণে স্কুল বন্ধ হওয়ার পর যেহেতু শিক্ষার্থী আপনার বাড়িতেই আপনাদের তত্ত্বাবধানে অবস্থান করে সার্বক্ষণিক। সেজন্য বন্ধের শুরু থেকেই আমরা একাডেমির শিক্ষার্থীদের শিক্ষায় ধরে রাখার জন্য আপনাদের সহযোগিতা চেয়ে আমরা এসাইনমেন্ট দিয়ে, অনলাইন ক্লাশ করে, জুম ক্লাশ করেও প্রয়োজনীয় সহযোগিতা পাইনি। সরকার আগামী ১৩জুন বিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন। সে তারিখ থেকেই আমরা ক্লাশ শুরু করবো। প্রয়োজনে অতিরিক্ত ক্লাম করবো। শিক্ষার্থীরা ৭০ভাগ সময় থাকে আপনাদের তত্ত্বাবধানে। আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে ৩০ভাগ সময়। সেই হেতো আপনাদের নজরদারী একটু বেশী। আজকের শিক্ষার্থী শুধুই আপনার সন্তান ভাবলে চলবে না। এই শিক্ষার্থী দেশের আগামীদিনের সম্পদ । সোনার বাংলা বিনির্মাণে তার অবদান থাকবে আমাদের চাইতে বেশী। সুতরাং সুখী সমৃদ্ধ পরিবার, সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় এ শিশু পিছনে কষ্ট, ত্যাগ, আর পরিশ্রম দিতে হবে। আমি প্রতিমাসে যদি লক্ষাধিক টাকা ভর্তুকি দিতে পারি তো আপনারা কেন আপনার সন্তানের জন্য সময় দিতে পারবেন না ?
পরে সভার সভাপতি সকলকে নিজ সন্তানদের প্রতি খেয়াল রাখার আাহ্বান জানিয়ে সভার সমাপ্তি টানেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD