1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

প্রকাশ্যে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৪২ পাঠক

রোলস রয়েস গাড়ি মানেই তার দাম কয়েক কোটি টাকা হবে। কিন্তু যদি বলি ২০০ কোটি টাকা দাম একটি রোলস রয়েসের? জ্বী হ্যাঁ। বিশ্বের সবচেয়ে দামি রোলস রয়েস গাড়ির দাম এতটাই।

সম্পতি প্রতিষ্ঠানটি ‘২০২১ রোলস রয়েস বোট টেল’ মডেলের একটি গাড়ি প্রকাশ্যে এনেছে; যার বাজার মূল্য ২০০ কোটিরও বেশি! সম্পূর্ণ নতুন মডেলের এই গাড়ি লম্বায় প্রায় ১৯ ফুট! তবে হ্যাঁ, মাত্র তিনটি ‘রোলস রয়েস বোট টেল’ তৈরি করবে ব্রিটিশ কোম্পানিটি।

এর আগে রোলস রয়েসের সবচেয়ে দামি মডেল ছিল রোলস রয়েস সোয়েপ্ট টেল। কিছুটা সেটির সঙ্গে এর ডিজাইনে মিল রয়েছে। ২০১৭ সালে ‘সোয়েপ্ট টেল’ গাড়িটি বিক্রি হয়। দাম ছিল প্রায় ১২.৮ মিলিয়ন পাউন্ড। ১৯৩০-এর দশকের রোলস রয়েস মডেলের গাড়িগুলোর রিয়ার ডিজাইন থেকেই এগুলো অনুপ্রাণিত।

রোলস রয়েস বোট টেলের মূল আকর্ষণ বোধ হয় এর রিয়ার অংশে। এটির পেছনের অংশ দেখতে অনেকটা বোটর মতোই। দুটি দামি কাঠের ঢাকনার তলায় রয়েছে দুটি কম্পার্টমেন্ট। অনেকটা প্রজাপতির ডানার মতো করে খোলে ডিকি-দুটি। আর সেটি খুললেই ভিতর থেকে বেরিয়ে আসে একটি আউটডোর সেটআপ।

বিলিয়নেয়ারদের পিকনিকের সুব্যবস্থা রয়েছে এই সেটআপে। কী নেই সেখানে! শ্যাম্পেন কুলার, দামি ক্রিস্টালের গ্লাস, খাবার রাখার জায়গা! এই কম্পার্টমেন্টের ভিতর থেকেই বেরিয়ে আসে একটি বেশ বড় আকারের ছাতা। এই ছাতার দাম কত জানেন? বাজারের সাধারণ একটি গাড়ির সমান!

এই গাড়িতে রয়েছে দুটি ফোল্ডিং চেয়ারও। তার ফ্রেম কার্বন ফাইবারের। আর গান শোনার জন্য রয়েছে ১৫টি স্পিকারের অত্যাধুনিক ও দামি সাউন্ড সিস্টেম।

বরাবরের মতো এবারও প্রতিষ্ঠানটির উদ্দেশ্য একটাই– ক্রেতাদের সবচেয়ে সেরা এবং আকর্ষণীয় একটি গাড়ি উপহার দেয়া। এ যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা এক যান্ত্রিক শিল্পকর্ম। তাই তো ভোক্তা সন্তুষ্টির দিক দিয়ে রোলস-রয়েসের স্থান এখনো সবার ওপরে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD