আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সারা দেশের মতো নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী দৌড় ঝাপ। এতে নজরপুর ইউপি তৃনমূল আওয়ামী লীগের দাবি ইসলাম জহির হবে এবার নৌকার মাঝি। বুধবার (৯ জুন) ইউনিয়ন অওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির।
এ নির্বাচনী শোডাউনে যোগ দেন আওয়ামী লীগ নেতা বাচ্চু সরকার, নবী সরকার, কৃষকলীগ নেতা হামিদ উল্লাহ, শ্রমিকলীগ নেতা সাল্লাহউদ্দীন, জয়নাল সরকার, ছলিম সরকার সহ ছাত্রলীগের, যুবলীগ সহ দলীয় নেতা কর্মীরা।
জহির সমর্থকরা জানান, শিক্ষিত তরুণ নেতৃত্বে আসন্ন নজরপুর ইউপি নির্বাচনে জহিরের আলোচনা কেন্দ্রে রয়েছেন এবং আওয়ামী লীগের তৃনমূল চায় তরুণ নেতৃত্ব। ইউপি নির্বাচনে দল তাকে মূল্যায়ন করবে বলে আশা ব্যক্ত করেন তার সমর্থকরা।
জহিরুল ইসলাম জহির নরসিংদী প্রতিদিনকে বলেন, আজকের শুভেচ্ছা বিনিময়ের শোডাউনে নজরপুর ইউনিয়নের শত শত মানুষের ভালোবাসা ও অংশগ্রহণে আনন্দিত এবং কৃতজ্ঞ। জীবনের শেষ পর্যন্ত নজরপুর ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে দাড়াবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
–
কেএস/নরসিংদী প্রতিদিন-