অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর সহযোগিতায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিদেশ ফেরত দুই অসুস্থ প্রবাসীকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দুই লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। গত ৮ জুন উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের অসুস্থ প্রবাসী ইসমাইল মিয়া ও উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামের ফজিলা বেগমকে এ সহায়তা প্রদান করা হয়। এসময় অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর ফিল্ড অফিসার আমিনুল হক, সোস্যাল ওয়ার্কার ইরফান আহাম্মেদ জিতু, প্রজেক্ট ম্যানেজার মিরাজউদ্দিন তালুকদার।
অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর ফিল্ড অফিসার আমিনুল হক জানান, গত বছর জুলাইয়ে সৌদি আরবে স্ট্রোক করে বাম হাত ও বাম পা প্যারালাইসেস অবস্থায় ইসমাইল মিয়া এবং পায়খানা প্রশ্রাবের রাস্তা বন্ধ অবস্থায় লেবানন থেকে দেশে ফিরে আসেন ফজিলা বেগম। খবর পেয়ে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) কর্মীগণ তার বাড়িতে পৌছায় এবং চিকিৎসার জন্য প্রাথমিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর ব্যবস্থা করে এবং পর্যাপ্ত ওষুধ প্রদান করে। পাশাপাশি চিকিৎসা সহায়তা্র জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদনের ব্যবস্থা করে দেয়। আবেদন মঞ্জুর হলে ইসমাইল মিয়া ও ফজিলা বেগম ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রদত্ত চিকিৎমা সহায়তা বাবদ এক লক্ষ টাকা করে পায়।