আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উন্নতির গ্রাফটা যেরকমই হোক, ক্রিকেটারদের জন্য এ বছরও সুখবরই রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ক্রিকেটারদের অন্তত ১০-১২ শতাংশ বেতন বাড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ জুন) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন তথ্যই জানালেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।
জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে চুক্তির বিষয়টি অনেকদিন ধরেই ঝুলে ছিল। গত ১৫ জুন বোর্ড সভা শেষে কেন্দ্রীয় চুক্তি ঘোষণার কথা থাকলেও সেটি এখনও হয়নি।
তবে আকরাম খান ইঙ্গিত দিয়েছেন, এবারের চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ছে।
তিনি জানান, দু-একদিনের মধ্যেই খেলোয়াড়দের চিঠি পাঠানো হবে। মানে ক্রিকেটাররা কে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেটা আসার সাথে সাথেই চুক্তিটা চূড়ান্ত হবে।
করোনা মহামারির কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বোর্ডগুলো তাদের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে উল্টো বেতন কমাচ্ছে। কিন্তু এ পথে বিপরীতে বাংলাদেশ।
আকরাম খান বলেন, ‘মহামারি পরিস্থিতিতে অন্য বোর্ডগুলো খেলোয়াড় কিংবা স্টাফদের বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে বেতনটা ১০-১২ শতাংশ বাড়ানোর অনুরোধ করেছি।’
২০১৯ সালে বোর্ডের বিপক্ষে আন্দোলনে নেমে ক্রিকেটাররা যে ১৩ দফা দিয়েছিল, তার ষষ্ঠ দফায় জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর দাবি ছিল। যেখানে অন্তত ৩০ জনকে চুক্তিভুক্ত করার কথা জানিয়েছিল ক্রিকেটাররা। সঙ্গে চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ানোরও প্রস্তাব রাখা হয়েছিল।
তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে ১৮ থেকে ২০ জন ক্রিকেটার থাকবে।