1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

কিশোরগঞ্জে ফার্মেসি মালিক হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৩৩ পাঠক

কিশোরগঞ্জে ফার্মেসি মালিক মোঃ জিয়াউর রহমানের হত্যাকারীদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আজিম উদ্দিন, রাকিব মাহবুব, আরিফুর রহমান বাবু, মকবুল হোসেন বকুল, নিহত জিয়াউর রহমানের ভাই রাসেল, মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার না হলে ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস অনেকেই করার সাহস পাবে। তাই আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন করছি এর দৃষ্টান্তমূলক বিচারের জন্য। এই হত্যাকাণ্ডের সাথে আরও কেউ যদি জড়িত থাকে তাহলে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
উল্লেখ্য গত শুক্রবার রাতে মোঃ জিয়াউর রহমান নামে এক ফার্মেসী মালিককে নৃশংসভাবে কুপিয়েছিল তারই দোকানের সাবেক কর্মচারী। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইতিমধ্যে এ ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ এবং মূল অভিযুক্ত এনামুল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD