দুর্নীতি মুক্ত উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে নরসিংদীর পলাশ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা চেয়ে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন উপজেলার নবাগত ইউএনও ফারহানা আফসানা চৌধুরী (পিএএ)। বুধবাব দুপুরে উপজেলার সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও“র সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি নূরে আলম রনি, সাধারণ সম্পাদক আল আমিন মিয়াসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় নবাগত ইউএনও ফারহানা আফসানা চৌধুরী বলেন,সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার সাথে যারা জড়িত আমি সবাইকে সম্মান করি। তিনি বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের উপজেলায় দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে দুর্নীতিমুক্ত, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ সহ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন করে একটি আধুনিক পলাশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।