নরসিংদীতে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে তৎপর রয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। লকডাউনের ২য় দিনে শুক্রবার (২ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া, বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যাও কম। তবে আঞ্চলিক সড়কগুলোতে রিকশা, জরুরী পণ্য সরবরাহ ছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কে কিছু ব্যক্তিগত গাড়ী এবং পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে।
শুক্রবার (২ জুলাই) সকাল মানুষকে ঘরে রাখতে ও সচেতন করতে নরসিংদীর মাধবদীতে শেখেরচর বাবুরহাট, মাধবদী বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এ অভিযানে জেলা প্রশাসকের সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া, মেজর মো: কামরুল ইসলাম নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সহ, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীসহ স্থানীয় সংবাদকর্মীরা।