নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ২জন নিহত হয়েছে। শুক্রবার (২ জুলাই) সকাল১০টার দিকে উপজেলার মাধবদী থানাধীন কান্দাইল বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা ব্যাটারিচালিত রিকশা চালক ও রিকশার যাত্রি নেক্সট স্পেসেস লিমিটেড কোম্পানীর কর্মচারী দুইজন নিহত হয়। নিহতরা হলেন,রিকশা চালক কান্দাইল এলাকার জামান মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গাজিরচর গ্রামের নূরুল ইসলামের ছেলে ফারিকুল ইসলাম (২১)। মাধবদী থানার উপপরিদর্শক মো. মাহবুবুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ডে একটি রিকশা অবস্থান করছিলো। এসময় নরসিংদীগামী একটি কাভার্ডভ্যান কান্দাইল বাসস্ট্যান্ডে পৌঁছলে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অটোরিক্সার উপরে পরে যায়।
এসময় উল্টে যাওয়া কাভার্ডভ্যানের চাপায় রিকশার চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্সের দল ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনায় কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।