নরসিংদীর মনোহরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার(১৪ জুলাই) বিকেলে উপজেলার কাচিকাটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ১৩০ জনকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, দুই কেজি তেল এবং এক কেজি লবণ। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবী, কাচিকাটা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন খান কনক প্রমুখ।