1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদী থানা বিট পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪১০ পাঠক

করোনা মোকাবেলায় “মানবিক পুলিশের চোখে, জনতার আকাঙ্খা লেখা থাকে” এবং “বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগান সামনে জেলা পুলিশ সামাজিক নিরাপত্তার পাশাপাশি সকলকে টিকাদান নিশ্চিতকরণ মডেল বিট পুলিশিং কার্যক্রম চালিয়েছে নরসিংদী জেলা পুলিশ। শুক্রবার (১৬ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলার মাধবদী থানা এলাকায় মডেল বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)।

মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭নং বিট পুলিশিং মাধবদী থানা কর্তৃক এ কার্যক্রম অনুষ্ঠানে মাধবদী থানা বিট পুলিশিং কমিটির সভাপতি আলহাজ¦ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান, মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান ও নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মোতালিব হোসেন প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, আমরা আজ করোনা মোকাবিলায় ক্রান্তি অতিক্রম করছি। জীবন জীবীকার সমন্বয় করতে গিয়ে আমরা বার বার স্বাস্থ্য ঝুকির মধ্যে পড়ছি। আমরা নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছি। শুধু জননিরাপত্তা নয়, এর পাশাপাশি আমরা সাধারণ মানুষের জীবন রক্ষার জন্যও আপনাদের পাশে আছি। জীবন রক্ষায় সকলকে টিকার আওতায় আসতে হবে। আসুন সবাই রেজিস্ট্রেশন করি এবং নির্ধারিত তারিখে টিকা গ্রহন করি।
তিনি বলেন, শুধু টিকা আর জন নিরাপত্তা নয় জনগণের সেবায় পুলিশ এখন সকল কাজের সহযোগিতায় সাধারণ মানুষের পাশে থাকবে সদা সর্বদা।
পরে ৭নং বিট পুলিশের উদ্যোগে মডেল বিট পুলিশের ফোন নাম্বর সম্বলিত স্টিকার সাটিয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা শুরু করেন। জনসেবা সহজ করতে প্রতিটি বাড়ির সামনে পুলিশের ফোন নাম্বার সম্বলিত এই স্টিকার লাগানো হবে বলে জানায় পুলিশ সুপার।।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD