বছর ঘুরে আগামীকাল বুধবার (২১ জুলাই) পালিত হতে যাচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা। এই দিন ঈদের নামাজের জামাত ও পশু কোরবানিকে ঘিরে ব্যস্ত থাকেন মুসলমানরা। তাই ঈদের দিনের আবহাওয়া কেমন হবে সেটি জানার আগ্রহ সবার।
আবহাওয়া অফিস বলছে, ঈদের দিন সকাল পর্যন্ত দেশজুড়েই থাকবে বৃষ্টি। তবে সকালের পর বৃষ্টিপাত প্রবণতা কমে আসবে জানিয়েছে তারা।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহীনূর রহমান বলেন, মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে মঙ্গলবার (২০ জুলাই) রাত পর্যন্ত মোটামুটি সব জেলায়ই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বুধবার সকাল নাগাদ বৃষ্টিপাত প্রবণতা কমে আসবে।
ঈদের দিন সকালের পর দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের শঙ্কা নেই বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বৃষ্টি কমার পর তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। তবে বাতাসের আর্দ্রতা বাড়লে ভ্যাপসা গরম বাড়তে পারে।
আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টিপাত কম থেকে আবার বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।