নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে তিন জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এতে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় পলাশ থানা পুলিশ ২ জনকে আটক করেছে।
মঙ্গলবার (২০ জুলাই) রাত ১০ দিকে রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পলাশের গজারিয়া ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল রহমান (৪০), আশিক রহমান (২২) ও সিয়াম রহমান (১৭) আহত হয়েছে। আহত আশিক ও আব্দুল রহমানের অবস্থা আশঙ্কাজনক। আহত সিয়াম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে, আব্দুল রহমানের সাথে প্রতিবেশী শোভন নামে এক যুবকের সাথে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তাদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শোভন ও তার সহযোগীরা আব্দুলকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে যান তার ভাতিজা আশিক ও সিয়ামক। এসময় তারাও গুরুতর আহত হন। পরে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন। তিনি জানান, পূর্ব শত্রুতার সূত্র ধরেই এ ঘটনা ঘটেছে।
#
নরসিংদী প্রতিনিধি: