নরসিংদীর কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থ সচিব জনাব খোরশেদ আলম ইন্তেকাল করেছেন। তিনি বুধবার (২৮ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন” মরহুম খোরশেদ আলমের জন্ম জেলার রায়পুরা উপজেলায় তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বড় ভাই।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নরসিংদী সহ দেশের বিভিন্ন সামাজিক সংগঠন সহ সরকারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা।
মরহুম খোরশেদ আলম গভর্নর হিসেবে ছিলেন ২০ ডিসেম্বর ১৯৯২ থেকে ২১ নভেম্বর ১৯৯৬ পর্যন্ত।
নরসিংদী প্রতিদিনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। সেইসাথে শোক সন্তুষ্ট পরিবারের প্রতি দোয়া ও মহান আল্লাহ তাআলাহ যেন মরহুম খোরশেদ আলমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন