করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ
বাংলাদেশিদের বয়স ২৫ বছর বা তার বেশি হলে এখন থেকে করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে এই বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) করোনার টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, ২৫ বছর ও এর বেশি যেকোনো বয়সি বাংলাদেশি করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক মিজানুর রহমান বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে এ বিষয়ে আইসিটি বিভাগকে নির্দেশনা দিয়েছে। এমনকি সুরক্ষা অ্যাপে এখন ২৫ ঊর্ধ্ব সবাই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।’
করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার ক্ষেত্রে বয়স সীমা আরও কমিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এখন থেকে ২৫ বছর ঊর্ধ্ব সবাই টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর পরিচালক মিজানুর রহমান বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে এ বিষয়ে আইসিটি বিভাগকে নির্দেশনা দিয়েছে। এমনকি সুরক্ষা অ্যাপে এখন ২৫ ঊর্ধ্ব সবাই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।’
চলতি বছরের শুরুতে দেশে শুরু হয় করোনারোধী টিকা কার্যক্রম। শুরুতে বয়সসীমা নির্ধারণ করা হয় ৫৫ ঊর্ধ্ব। পরবর্তীতে তা কমিয়ে ৪০ করা হয়। এরপর আরও দুই দফা বয়সসীমা কমিয়ে ৩০ করা হয়।
টিকা কার্যক্রমের বিস্তৃতি বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগস্ট থেকে গ্রামে গ্রামে ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আর বয়সসীমা আরও কমিয়ে ১৮ বছর পর্যন্ত করা যায় কিনা আলোচনা চলছে সে ব্যাপারেও।