চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আজ বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ পাকা এলাকায় এ ঘটনা ঘটে। একটি বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে আকস্মিক বজ্রপাতের শিকার হন তারা। পাকা ইউপির চেয়ারম্যান মো. জালাল উদ্দিন মানবজমিনকে জানান, আজ বেলা ১২টার পর সুন্দরপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রাম থেকে পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা গ্রামের একটি বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন ৫৫ জন। নৌকাযোগে পদ্মা নদী পার হয়ে দক্ষিণ চরপাকা এলাকার একটি খেয়াঘাটে টিনের চালার নিচে আশ্রয় নেন তারা। এসময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১৭ জন নিহত হন। আহত হন আরও ৬ জন। নিহত ১৬ জন সদর উপজেলার নারায়ণপুর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা ও একজন স্থানীয় দক্ষিণপাকা গ্রামের বাসিন্দা।