লীড প্লাটিনাম সার্টিফাইড প্রাপ্ত দেশের শীর্ষস্থানীয় রপ্তানীমূখী প্রতিষ্ঠান মিথিলা টেক্সটাইলের সকল কর্মকর্তা কর্মচারীদের করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার সকালে আড়াইহাজার উপজেলা খানপাড়া এলাকায় মিথিলা টেক্সটাইল লিমিটেড কারখানায় কর্মরত শ্রমিকদের করোনার টিকা প্রদানের মাধ্যমে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। কেবলমাত্র জাতীয় পরিচয়পত্র নিয়ে তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে এ টিকা নিচ্ছেন কারখানার শ্রমিকরা। প্রথম পর্যায়ে এই কারখানার ১২০০ কর্মকর্তা কর্মচারীদের করোনার টিকা প্রদান করা হচ্ছে।
সাংসদ নজরুল ইসলাম বাবু প্রধান অতিথির বক্তব্যে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কারখানার শ্রমিকদের এ টিকা দেয়ার এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। টিকা নিলেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পর্যায়ক্রমে সকল কারখানার শ্রমিকদের টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান, ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক মাহবুব খান হিমেল, কায়েস খান, ওসি আনিচুর রহমান মোল্লা প্রমুখ।