করোনা মহামারী প্রতিরোধে সম্মুখসারীর যোদ্ধা ও জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার ঘোষিত পদক্ষেপগুলো বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ এই দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে অনেক পুলিশ সদস্য। পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় নরসিংদী মডেল থানার শতাধিক পুলিশ সদস্যকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন নরসিংদী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর রুমানা ফেরদৌস সোনিয়া।
সোমবার দুপুরে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলমের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন নরসিংদী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও স্টার ক্লাবের সভাপতি সোহরাব হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী মডেল থানার ওসি তদন্ত আতাউর রহমান,ওসি অপারেশন হারুনসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।