নরসিংদী পৌঁছেছে সিনোফার্মার ৩১ হাজার ২০০ সিঙ্গেল ডোজ টিকা। শনিবার বিকালে সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা পৌছে দিয়েছে বেক্সিমকো ফার্মা। এতে আগামী সোমবার থেকে আবারও সাময়িকভাবে বন্ধ থাকা করোনার টিকাদান শুরু হবে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম।
এর আগে টিকা সংকটের কারণে গত বুধবার থেকে জেলার মোট ৮টি কেন্দ্রে করোনার টিকাদান বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন টিকা নিতে আসা নিবন্ধন করা ব্যক্তিরা। নতুন করে টিকার বরাদ্ধ পাওয়ায় আবার জেলাজুড়ে ৮টি কেন্দ্রে করোনার টিকাদান শুরু করা যাবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। নিয়মিতভাবে টিকা সরবরাহ অব্যাহত থাকলে নিবন্ধিত সকল মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান সিভিল সার্জন।