1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীতে পরিত্যক্ত শৌচাগারে বিদ্যুৎস্পৃষ্ট কিশোরের লাশ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩১৫ পাঠক

নরসিংদীর মাধবদীতে একটি পরিত্যক্ত শৌচাগারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর এলাকার ওই পরিত্যক্ত শৌচাগার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

আনুমানিক ১৩ বছরের অজ্ঞাত ওই কিশোর টোকাই প্রকৃতির কেউ হতে পারে বলে ধারনা করছে পুলিশ। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, পরিত্যক্ত ওই শৌচাগারটি স্থানীয় বকুল ভূঁইয়া নামের এক ব্যক্তির। পরিত্যক্ত হলেও তাতে পানি উত্তোলনের জন্য ব্যবহৃত একটি মোটর পড়ে ছিল। বৈদ্যুতিক তারের মাধ্যমে ওই মোটরের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। শুক্রবার রাতের কোন এক সময়ে হয়তো ওই কিশোর মোটরটি চুরি করার উদ্দেশ্যে সেখানে যায়। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এরপর থেকে সেখানেই মরে পড়ে ছিল ওই কিশোর। শনিবার সকাল ১০টার দিকে পরিত্যক্ত ওই শৌচাগারে তারে জড়িয়ে থাকা অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়িটিতে বসবাস করা কয়েকজন ব্যক্তি ও স্থানীয় লোকজন।

পরে মাধবদী থানাকে এই ঘটনা জানানো হলে দুপুরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাধবদী থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, পরিত্যক্ত ওই শৌচাগারে থাকা মোটরটি চুরির জন্যই হয়তো ঘটনাস্থলে এসেছিল ওই টোকাই কিশোর। ওই মোটরের তারে জড়িয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD