শিবপুর মডেল থানা পরিদর্শন করেছেন নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম, পিপিএম। শনিবার (২১ আগষ্ট) দুপুরে পুলিশ সুপার শিবপুর মডেল থানায় এসে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন । পরে থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ সালাউদ্দিন মিয়ার নেতৃত্বে চৌকশ পুলিশ দল তাকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করা হয়। পরিদর্শনকালে এসপি কাজী আশরাফুল আজীম, পিপিএম থানার অফিসার ও ফোর্সের সাথে কুশলাদি বিনিময় ও থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (শিবপুর -মনোহরদী সার্কেল) মোঃ মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।