২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শনিবার নরসিংদী শহর যুবলীগের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর উপজেলা মোড়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদরের এমপি লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। সভা উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।
নরসিংদী শহর যুবলীগের সভাপতি দিদার উল হক ভূইয়া বিপ্লব এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নরসিংদী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন বাচ্চু, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আফতাব উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূইয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য মোন্তাজ উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম হিরু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগে কোনো অপশক্তিকে স্থান দিবো না। যারা আওয়ামী লীগের ক্ষতি চায়, তারাই চক্রান্ত করে প্রকৃত আওয়ামী লীগ নেতাদের দূরে সরিয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
সভার উদ্বোধক ব্যাস্টিার তৌফিকুর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের প্রকৃত এবং ত্যাগী নেতাকর্মীদের নিয়েই আওয়ামী লীগকে সংগঠিত করা হবে এবং দল তাদের মূল্যায়ন করবে।