সড়ক দূর্ঘটনারোধে চালক ও পথচারীদের মাধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুরের হাজী বাগান বাসষ্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবপুর উপজেলা শাখার সভাপতি আবদুল হান্নান মানিক, সাধারন সম্পদ এস. এম খোরশেদ আলম, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম আরিফুল হাসান, সহ সম্পাদক মোমেন খান, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ডা. আবুল ফায়েজ, শাহিন মিয়া, আন্তর্জাতিক গবেষণা বিষয়ক সম্পাদক কাউছার মিয়া, নির্বাহী সদস্য ওবায়দুল্লাহ সরকার, আবু বকর, মনির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, চলতি মাসেই ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের হাজীবাগান, কামারটেক, কুন্দারপাড়া, বড়ৈতলা ও বিসিক এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনায় ১০/১২ জন মানুষের প্রাণহানি ঘটে।