নরসিংদীর বেলাবতে (ত্রি-বার্ষিক) দলিল লেখক সমিতি নির্বাচন অনুষ্টিত। মঙ্গলবার (২৪ আগস্ট) উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি মোঃ শফিকুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম সিরাজ এবং কোষাধ্যক্ষ পদে হারুন-অর-রশিদ নির্বাচিত হয়েছে।
এই তিন পদের মধ্যে সভাপতি পদে শফিকুল ইসলাম মানিক ও জালাল উদ্দীন জালাল, সাধারণ সম্পাদক পদে রাহুল কুদ্দুস (রুহুল), সিরাজুল ইসলাম, সোহরাফ হোসেনও আবুল কালাম আজাদ গনি, কোষাধ্যক্ষ পদে হারুন- অর-রশিদ এবং জয়নাল আবেদীন প্রতিদ্বন্দ্বী করেন।
সকাল ১১ থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এ নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আঃ জব্বার ভেন্ডার। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪৭ জন। এর মধ্যে ৪৭জন ভোটারই তাদের ভোটাদিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোঃ সফিকুল ইসলাম মানিক ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়,নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জালাল উদ্দিন জালাল পেয়েছে ১৩ভোট। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ২৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রাহুল কুদ্দুস পেয়েছে ১৮ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ হারুন- অর – রশিদ ১ ভোটের ব্যবধানে জয়নালকে হারিয়ে নির্বাচিত হয়। নির্বাচনে ফলাফল ঘোষনা করেন সাব-রেজিস্ট্রার শর্মি পালিত।নির্বাচনে উপস্থিত ছিলেন উপজেলা সার-রেজিস্ট্রার অফিসার শর্মি পালিত। উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন (নান্নু মোল্লা), আবু কালাম,আঃ মোতালিব,সাধারন সম্পাদক সামসুল হুদা মুকুল, সহ- সাধারন সম্পাদক মোঃ শহীদ মিয়া, নরসিংদী জেলার সকল উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও বেলাব প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন।