সশস্ত্র গোষ্ঠী তালেবানের আগ্রাসন থেকে নিজের পরিবারকে রক্ষা করতে পারলেন না পাকিস্তানি নায়িকা মালিশা হিনা খান। তালেবানের বোমা হামলায় তার পরিবারের ৪ সদস্য মারা গেছেন। সামাজিক মাধ্যম টুইটারে মালিশা নিজেই এ খবর জানিয়েছেন।
টুইটে মালিশা লিখেছেন- ‘আমার চাচা ও দুই ভাইকে মেরে ফেরেছে তালেবান। তালেবানের গুলিবর্ষণ ও আগুনের গোলায় আগুনে পুড়ে যায় তাদের গাড়ি। আমার ভাগ্য ভালো যে আমি ভারতে আছি।’ টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান মালিশা।
নায়িকা বলেন, ‘আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানের ভয়ে লুকিয়ে রয়েছে। এমন উদ্বিগ্ন পরিস্থিতিতে পরিবারের লোকজনের মৃত্যুর শোকও প্রকাশ করতে পারছে না তারা।’
মালিকা পাকিস্তানি নায়িকা হলেও তার পরিবার আফগানিস্তানেই থাকে। ২০১৮ সালে পাকিস্তানি গায়িকা রাবি পীরজাদার নগ্ন ভিডিও ভাইরাল হলে ওই গায়িকাকে সমর্থন জানিয়েছিলেন মালিশা।
তারপর থেকেও বিতর্ক তাকেও ঘিরে রেখেছে। এরপর নানা সময়ে খবরের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী।