নরসিংদী সদর উপজেলা মাধবদীর পাঁচদোনা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) ভোরে পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া এলাকা থেকে ৫১ পিস ইয়াবাসহ ইব্রাহিম হোসেন ওরফে মনা মিয়াকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম হোসেন ওরফে মনা মিয়া (৩৪) মধ্য শীলমান্দী এলাকার লিয়াকত আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচদোনা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মর্কতা উপ পরিদর্শক ইউসুফ আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলো। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে বলে জানায় পুলিশ।