নরসিংদীতে আওয়ামী লীগের উদ্যোগে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভুঁইয়া মতিন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল শাহা ও আইন বিষয়ক সম্পাদক এ্যাড: আসাদুজ্জামান (জামান), জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল কালাম আজাদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম ভুইয়া, নরসিংদী জেলা মহিলা লীগের সভাপতি সুমি সরকার (ফাতেমা) ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ইয়াসমিন সুলতানা, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু সহ নরসিংদী শহর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।