নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অসহায়, দরিদ্র প্রায় ২০ জন নারীকে আত্মনির্ভরশীল হয়ে কাজ করার জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। সোমবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রাম উন্নয়ন কমিটির তত্ত্বাবধানে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩, বিআরডিবি স্কিমের উদ্যোগে নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন ডেভলপমেন্ট কর্মকর্তা নুরুন্নাহার, বিআরডিবি তাতুয়াকান্দি ১ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান, ফজলুল হক, আব্দুল মজিদ, রবিউল আউয়াল, মমতা বিন সিরাজদৌলা, রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদুর রহমান মাসুম বলেন, নারীদের আত্মনির্ভরশীল হয়ে কাজ করার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়। সবাই উদ্যোক্তা হয়ে কাজ করলে নিজেরা সাবলম্বী হবেন এবং বেকারত্ব দূর হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।