আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলায় গভীর রাতে ঘুম থেকে ডেকে নিয়ে রাজু আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজু বাসায় ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে রাজুকে তার ঘর থেকে বের করে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা রাজুকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত করে হত্যকারীাকে চিন্হিত করে আইনের আওতায় আনা হবে।