নরসিংদী শহর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মাইন উদ্দিন প্রধানকে সভাপতি ও মোস্তাক আহমেদ খোকনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। আগামী দুইদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী।
উদ্বোধক হিসেবে ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু।
অপরদিকে এই সম্মেলনকে একতরফা ও মনগড়া আয়োজন দাবি করে শুক্রবার বিকালে শহরের বিলাসদী এলাকার আল্লাহু চত্বরে প্রতিবাদ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচী করেছে আওয়ামী লীগের একাংশ।
উল্লেখ্য, সম্প্রতি শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল এবং সাধারণ সম্পাদক ও বতর্মান মেয়র আমজাদ হোসেন বাচ্চুকে শহর আওয়ামীলীগের ৬৩ সদস্যের মধ্যে ৩৯ সদস্যের সিদ্ধান্ত মোতাবেক দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের একাংশ। যদিও এসময় কমিটির কোন সভা বা ৩৯ সদস্যের সিদ্ধান্ত গ্রহণের পক্ষে সাক্ষরিত কোন প্রমান তুলে ধরা হয়নি সংবাদ সম্মেলনে।
এরপর থেকে শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেলক হককে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার সাহাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবী করে আসছে আওয়ামী লীগের একাংশ।