সাভারের আশুলিয়ায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কারখানার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার রাত সাড়ে ৩টার দিকে জামগড়া এলাকার লিয়াকত আলি সড়ক সংলগ্ন ফ্যাশন ফোরাম কারখানার সামনে অ্যাপেক্স ফোম তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে সাড়ে ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কারখানা বন্ধ থাকায় ভিতরে কোনো লোকজন ছিল না। আমরা তালা ভেঙে কারখানায় প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ধামরাই স্টেশনের আরও দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটি সেমিপাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে কারখানার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা এলে আসল ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে। শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানান তিনি।