নরসিংদী শহরের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নবাববাড়ী কামাল উদ্দিন ভূঞা ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ হেলাল মিয়া ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাকির হোসেন বাবলু নির্বাচিত হন।
শীঘ্রই ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী।
উদ্বোধক হিসেবে ছিলেন, শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু।