1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে নিরাপদ সড়ক চাইয়ের আলোচনা সভা

মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০২ পাঠক

নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচী পালন করা হবে। এ উপলক্ষ্যে বুধবার (২৯ সেপ্টম্বর) রাতে নরসিংদী জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা শাখা নিসচার সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন ভূইয়া সোহাগ। নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফয়সাল সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা শাখা নিসচার অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাওহীদ হোসেন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক মোমেন খান, নির্বাহী সদস্য এ্যাডভোকেট মরিয়ম আক্তার শিল্পী, এ্যাডভোকেট সাবেকুন্নাহার শিউলী, নুসরাত জাহান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে, এ্যাডভোকেট সোহরাব হোসেন ভূইয়া বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে নিসচা। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। প্রতিবছরের ন্যায় এবারও নরসিংদী শাখা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী মাসব্যাপী কর্মসূচী পালন করবেন। এর মাঝে থাকছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা, সড়ক ও মহাসড়কের চালকদের সচেতন করা, জাহানারা কাঞ্চনের স্মরণে দোয়া ও আলোচনা সভা, মানববন্ধন, র‌্যালি, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী।
তিনি আরও জানান, এ বছর ২২ অক্টোবর ৫ম বারের মত “জাতীয় নিরাপদ সড়ক দিবস সরকারিভাবে পালন করা হবে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রােধ করি” নির্ধারণ করা হয়েছে। আমারাও নিসচার নির্দিষ্ট স্লোগানের পাশাপশি সরকারি স্লোগানকে সামনে রেখে দিবসটি যাথাযথ ভাবে পালন করবো।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD