স্বার্থ ছাড়া পাবে না মানুষ
রঙ্গের এই দুনিয়ায়,
স্বার্থের টানে সবাই আপন
দেখেছি বাস্তবতায়।
স্বার্থের থাকিলে পিছু টান
মানুষ ভিড়ে কাছে,
স্বার্থ যদি যাইরে ফুঁড়িয়ে
থাকেনা কেউ পাছে!
স্বার্থের জন্য মানুষ হারায়
মানুষের ভালোবাসা,
স্বার্থের জন্যই মানুষ করে
মানুষেরই সর্বনাশা।
মানুষের মাঝে স্বার্থ এলে
হারিয়ে যায় মনুষ্যত্ব,
নিজ স্বার্থ হাসিল করিতে
নষ্ট করবে বন্ধুত্ব।
স্বার্থের জন্য তুমি আপন
স্বার্থ ফুঁড়ালে পর,
স্বার্থের কারণে পাবে কষ্ট
মনে উঠিবে ঝড়।
দুনিয়ার যত সম্পর্ক ছিন্ন
স্বার্থপরতার কারণে,
স্বার্থের দায় মানুষের ক্ষতি
মেতেছে প্রাণ হরণে।
আজই মানবতা মরে গেছে
মানুষের স্বার্থপরতায়
মানুষ নয় আজকে মানুষের
ডুবে আছে নির্মমতায়।
…