নরসিংদীতে রায়পুরা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত দোকানপাট পরিদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ পরিদর্শনে উপস্থিত ছিলেন রায়পুরার কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, রায়পুরার দুই বারের নির্বাচিত সাবেক মেয়র মোঃ আবদুল কুদ্দুস মিয়া, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সিসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী। এসময় ক্ষতিগ্রস্ত লোকদের শান্তনা দিয়ে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বলেন, আগুনে পুড়ে যাওয়া প্রতিষ্ঠানের মালিক তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে গভীর সমবেদনা রইলো।