নরসিংদীর রায়পুরায় প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। সোমবার (৪ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
ওকাপের রায়পুরা উপজেলা সুপারভাইজার মো. তাজুল ইসলাম সিহাবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান সজিব, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার ইফতেখার উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম, ওকাপের ডিস্ট্রিক ম্যানেজার রত্না সরকার, প্রজেক্ট অফিসার সেফ মাইগ্রেসন বাবুল হোসেন প্রমূখ।