“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” প্রতিপাদ্যকে সামনে রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নূরুল ইসলাম, স্থানীয় সরকার উপপরিচালক ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকী, নরসিংদী পৌরসভা মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ কাউন্সিলর, চেয়ারম্যানবৃন্দ।
জন্ম নিবন্ধনকে সদ্যজাত শিশুর প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে অভিহিত করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে হয়রানিমুক্তভাবে সেবা প্রদান ও সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।