“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন ” এই শ্লোগান নিয়ে বেলাবতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনূর আক্তার, বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ,বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন পলাশ, বেলাব উপজেলা নির্বাচন কমিশনার মোঃ শেখ মোহাম্মদ আদিল,সমাজ সেবা কর্মকর্তা অনিক রায়,বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছলেহ উদ্দিন খান্রহ সেন্টু, সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন স্বপন, পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান, চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, বেলাব প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন’সহ বেলাব উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।