যশোর বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার। যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার (১০ অক্টোবর) বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিমের অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী রাত সাড়ে ৩ ঘটিকায় বাগ আঁচড়া ঘোষপাড়া জনৈক আমির আলীর আম বাগানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আগে আসামি পুলিশের উপস্থিতি আগে থেকে টের পেয়ে উক্ত ফেনসিডিল রেখে পালিয়ে যায়। এ সংক্রান্ত একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশ।