নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের দীক্ষা ও ক্যাম্পফায়ার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) রাতে বিদ্যালয় মাঠে তা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা সমৃদ্ধ সমাজ গড়তে স্কাউটিংয়ের ভূমিকা নিয়ে কথা বলেন।
ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উবায়দুর রহমান তালুকদারের সভাপতিত্বে সকালে স্কাউটের দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কমিশনার (প্রোগ্রাম) বাংলাদেশ স্কাউটসের মোহাম্মদ আতিকুজ্জামান রিপন ও সন্ধ্যায় ক্যাম্পফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) ও ঢাকা কলেজের অধ্যক্ষ আই.কে সেলিম উল্লাহ খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন স্কাউটের জাতীয় কমিশনার (ফাউন্ডেশন) ও নরসিংদী জেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় কমিশনার সাফিনা রহমান ও পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার সহ বিভিন্ন স্কুল, কলেজের প্রধানগণ।